যেসমস্ত ছাত্ররা এই পরীক্ষায় পাশ করবে, তারা আগামী চার বছর , প্রতি বছর ₹ ১২,০০০/- টাকা করে স্কলারশিপ পাবে।
অর্থাৎ, ক্লাস- ৯, ক্লাস-১০, ক্লাস-১০ ও ক্লাস-১২ -এ ₹১২,০০০/- করে, চার বছরে মোট ₹৪৮,০০০/- টাকা পাবে।
Eligibility for NMMSE 2024
(ক্লাস – ৮)
[১] পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
[২] ক্লাস-৭ -এর পরীক্ষায় ৫৫% বা তার বেশি নম্বর পেতে হবে (SC বা ST হলে ৫০% -এর বেশি পেতে হবে)
[৩] মা বা বাবার বার্ষিক আয় সাড়ে তিন লক্ষ (৩.৫ লক্ষ) টাকার কম হতে হবে
চাকুরিরত অভিভাবকের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট ০১/০৪/২০২৩ থেকে ৩১/০৩/২০২৪ -এই সময়ের মধ্যে ইনকাম -এর Employer Certificate নিতে হবে
অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট ০১/০৪/২০২৩ থেকে ৩১/০৩/২০২৪ -এই সময়ের মধ্যে ইনকাম -এর Income Certificate -টি জয়েন্ট বি.ডি.ও / এক্সিকিউটিভ অফিসার বা সমতুল (গেজেটেড) অফিসারের কাছ থেকে নিতে হবে
[৪] প্রত্যেক ছাত্রের নিজের নামে ব্যাংক আকাউন্ট থাকতে হবে এবং ছাত্রের আধার নম্বর ব্যাংক আকাউন্টের সাথে যুক্ত থাকতে হবে। যদি যুক্ত না থাকে তাহলে যুক্ত করে নিয়ে আবেদন শুরু করতে হবে।