NMMSE পরীক্ষা
যেসমস্ত ছাত্ররা এই পরীক্ষায় পাশ করবে, তারা আগামী চার বছর , প্রতি বছর ₹ ১২,০০০/- টাকা করে স্কলারশিপ পাবে। 
অর্থাৎ, ক্লাস- ৯, ক্লাস-১০, ক্লাস-১০ ও ক্লাস-১২  -এ ₹১২,০০০/- করে, চার বছরে  মোট ₹৪৮,০০০/- টাকা পাবে। 

Eligibility for NMMSE 2024

 (ক্লাস – ৮)

[১] পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে

[২] ক্লাস-৭ -এর পরীক্ষায় ৫৫%  বা  তার বেশি নম্বর পেতে হবে (SC বা ST হলে ৫০% -এর বেশি পেতে হবে)

[৩] মা বা বাবার  বার্ষিক আয় সাড়ে তিন লক্ষ (৩.৫ লক্ষ)  টাকার কম হতে হবে 

চাকুরিরত অভিভাবকের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট ০১/০৪/২০২৩ থেকে ৩১/০৩/২০২৪ -এই সময়ের মধ্যে ইনকাম -এর Employer Certificate নিতে হবে 

অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট ০১/০৪/২০২৩ থেকে ৩১/০৩/২০২৪ -এই সময়ের মধ্যে ইনকাম -এর Income Certificate  -টি জয়েন্ট বি.ডি.ও / এক্সিকিউটিভ অফিসার বা সমতুল (গেজেটেড) অফিসারের কাছ থেকে নিতে হবে 

[৪] প্রত্যেক ছাত্রের নিজের নামে ব্যাংক আকাউন্ট থাকতে হবে এবং ছাত্রের আধার নম্বর ব্যাংক আকাউন্টের সাথে যুক্ত থাকতে হবে। যদি যুক্ত না থাকে তাহলে যুক্ত করে নিয়ে আবেদন শুরু করতে হবে।

যেকোন দরকারে যোগাযোগ করুন 

DISTRICT INSPECTOR OF SCHOOLS(S.E.), 

BIRBHUM, SIKSHABHAVAN, 

P.O.-SURI, DIST.-BIRBHUM, PIN-731101. 

D.I Office (Birbhum) Ph NO:    03462-255-378

NMMSE-2023 পরীক্ষার কৃতী ছাত্ররা
যেসমস্ত ছাত্ররা এই পরীক্ষায় পাশ করবে, তারা আগামী চার বছর , প্রতি বছর ₹ ১২,০০০/- টাকা করে স্কলারশিপ পাবে। 
অর্থাৎ, ক্লাস- ৯, ক্লাস-১০, ক্লাস-১০ ও ক্লাস-১২  -এ ₹১২,০০০/- করে, চার বছরে  মোট ₹৪৮,০০০/- টাকা পাবে। 
আমাদের স্কুলের NMMSE স্কলারশিপের বিগত বছরের কৃতী ছাত্রদের তালিকা 

Successful Students (NMMSE – 2023)

[1] MOLLAH MISBAHUL ALAM

[2] DEBANGAN PRASAD SHAW

[3] SOHAIB AKTAR

[4] SAGNIK MONDAL

Successful Students (NMMSE – 2022)

[1] Anagh Mondal 

[2] Toufik Ahammed 

[3] Nabiuzzaman

[4] Riju Mondal 

[5] Nirupam Das 

[6] Subham Mal 

Successful Students (NMMSE – 2021)

[1] Arnab Mondal 

[2] Asmaul Ali 

[3] Ayush Saha 

[4] Srikumar Saha 

Successful Students (NMMSE – 2020)

[1] MD. Ariyan Ali 

[2] Ketan Dutta

[3] Sajal Ghosh 

[4] Samiul Islam 

[5] Aniket Mondal 

Successful Students (NMMSE – 2019)

[1] Souradeep Chand 

[2] Subhojyoti Mondal 

Scroll to Top