আমাদের হরিপ্রসাদ

নলহাটি হরিপ্রসাদ হাই স্কুল

" সা বিদ্যা যা বিমুচ্যতে "

- অর্থাৎ, বিদ্যা মুক্তির কারণ
Blinking feature using CSS

মাধ্যমিক - ২০২৫ আর্জেন্ট নোটিশ

নোটিশঃঃ ভর্তি - ২০২৫

এত দ্বারা দ্বারা জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে নতুন শিক্ষাবর্ষে ২০২৫ পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন পত্র বিদ্যালয় এর অফিস থেকে আগামী ১৮/১২/২০২৪ থেকে ৩১/১২/২০২৪ তারিখ ছুটির দিন ব্যতীত দেওয়া হবে।

সময় ১১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত

আবেদনপত্র সংগ্রহের জন্য ৩০ টাকা দিতে হবে

 
আবেদন পত্রের সঙ্গে লাগবে
1. জন্ম সার্টিফিকেট [জেরক্স]
2. আধার কার্ড [জেরক্স]
3. শেষ সামগ্রিক অভীক্ষার মার্কশিট [জেরক্স]
4. আপডেটেড ব্যাংক পাসবুক ছাত্রের নামে সিঙ্গেল একাউন্ট [জেরক্স]
5. রক্তের গ্রুপের সার্টিফিকেট [অরিজিনাল]
6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) [জেরক্স]
7. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে) [জেরক্স]
8. বিপিএল সার্টিফিকেট (যদি থাকে) [জেরক্স]
9. ট্রান্সফার সার্টিফিকেট [অরিজিনাল]
 
N.B.
1. ফর্ম জমা দেওয়ার সময় ভর্তির তারিখ ও ফিস জানিয়ে দেয়া হবে।
2. যাদের ছাত্রের নামে সিঙ্গেল একাউন্ট নেই তাদেরকে সিঙ্গেল একাউন্ট করতে জানানো হচ্ছে।
3. ভর্তির সময় অরজিনাল ট্রান্সফার সার্টিফিকেট জমা লাগবে ও অন্যান্য অরজিনাল সঙ্গে আনতে হবে।

ইউনিট টেস্ট পরীক্ষার রুটিন

ইউনিট টেস্ট পরীক্ষার সময় উত্তর লেখার জন্য খাতা স্কুল থেকে দেওয়া হবে। বাড়ি থেকে খাতা আনার দরকার নেই।

সকলে স্কুল ড্রেস পরে আসবে। সাথে পেন, পেন্সিল, স্কেল এবং জলের বোতল আনবে।

::  উচ্চমাধ্যমিক রেসাল্ট – ২০২৪ ::

:: মাধ্যমিক রেসাল্ট – ২০২৪ ::

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামী ০৩/০৫/২০২৪ (শুক্রবার) সকাল ১১ঃ৩০ মিনিট থেকে বেলা ২টা অব্দি Marksheet দেওয়া হবে।
Marksheet নেওয়ার সময় মাধ্যমিকের Admit Card -এর Xerox জমা দিতে হবে। 
Marksheet নেওয়ার সময়, ক্লাস-৯ এবং ক্লাস-১০ -এ স্কুল থেকে যে যে পাঠ্যবই (বাংলা, ইংরেজিগণিত) দেওয়া হয়েছিল, সেগুলি স্কুলে অবশ্যই জমা দেবে।

—– অনুমত্যানুসারে

:: ক্লাস-১১ (২০২৪) বার্ষিক পরীক্ষার TOP-10 ::

:: NMMSE-2023 Result ::

NMMSE-2023 পরীক্ষার কৃতী ছাত্ররা
২০২৩ সালে আমাদের স্কুলের ক্লাস-৮ -এ পাঠরত ছাত্ররা NMMSE-2023 পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৪ জন ছাত্র এই কঠিন পরীক্ষায় পাশ করে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে।
আমাদের স্কুলের পক্ষ থেকে কৃতী ছাত্রদের অনেক অনেক অভিনন্দন জানানো হচ্ছে। 
এই ছাত্ররা ক্লাস-১২ অব্দি, প্রতি বছর ১২,০০০/- করেম মোট ৪৮,০০০/- টাকা স্কলারশিপ পাবে।

:: Passport -to- Earning (P2E) ::

পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর UNICEF এবং YuWaah -এর সহযোগীতায় ফ্রি-অনলাইন ই-লারনিং কোর্স শুরু করেছে। 

:: Important Notes ::

উচ্চমাধ্যমিক কাউন্সিলের প্রকাশিত নতুন সিলেবাস (আর্টস ও সায়েন্স) দেখার জন্য ক্লিক করো ।
(HS Council New Syllabus :: Click Here)

আগামী ০৩/০২/২০২৪ (শনিবার) স্কুলের ১০৮ তম জন্মদিবস পালিত হবে বেলা ৩ঃ৩০ মিনিটে। বেলা ৩ টার পরে ছাত্রদের স্কুলে আসার জন্য জানানো হচ্ছে। অনুমত্যানুসারে
(অনুষ্ঠানের ফটো দেখার জন্য ক্লিক করো)

 “তরুণের স্বপ্ন ” 

ট্যাব / স্মার্টফোন কেনার জন্য দ্বাদশ শ্রেণির প্রতিটি ছাত্রকে অনলাইনে পড়াশোনা করার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে ১০,০০০ টাকা দেওয়া হবে তরুনের স্বপ্ন প্রকল্পের অধীনে। ছাত্র ছাত্রীদের স্কুল থেকে আবেদন পত্র নিয়ে জমা করতে হবে।

এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য ক্লাস-১১ (২০২৪) -এর ছাত্ররা স্কুলে নোটিশে দেওয়া কাগজ গুলি স্কুলে জমা দাও।  (ক্লিক করো )

Scroll to Top